সাহের আলী কুড়িগ্রাম রৌমারী প্রতিনিধি
রৌমারীতে মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এমনই মনোভাবকে সামনে রেখেই জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) সার্বিক দিক নির্দেশনায় অদ্যতারিখ ও সময়ঃ১৬৩০ঘটিকায় ১৮/০৩/২৫ইং রৌমারী বিওপি’র টহলদল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলাধীন সীমান্ত পিলার ১০৬৩/৪-এস হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বোল্লাপাড়া নামক
স্থান হতে মালিকবিহীন অবস্থায় ভারতীয়
অফিসার চয়েজ মদ ১৮০ mL ১০ বোতল×১৫০০=১৫০০০টাকা।
১/ ভারত ইয়াবা ১০ টি ভাঙ্গা সহ ৫০৫টি×৩০০=১৫১৫০০টাকা
সর্বমোট =১৬৬৫০০টাকা।
রৌমারী বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)