1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
পৌর ১নং ওয়ার্ডে সেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত নাসিরনগরে উপজেলা বিএনপির ঈদ পুনঃ মিলনীও আলোচনা সভা অনুষ্টিত বাংলা নববর্ষ সুদীর্ঘকাল ধরে বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যের ধারক ও বাহক লায়ন ডা. বরুণ কুমার আচার্য দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রৌমারী উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আবুল হাশেম সরকার সাবেক মেম্বার, দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রৌমারী উপজেলা বিএনপি’র আহবায়ক আব্দুর রাজ্জাক শেরপুর নিখোঁজের ২ দিন পর ভুট্টা খেতে মিলল দিনমজুরের ম র দে হ খুলনায় সাইনবোর্ড টানাতে গিয়ে দুই মাদ্রাসা ছাত্র দগ্ধ মানববন্ধনে বক্তারা বলেন সুবিপ্রবি নিয়ে কোন ষড়যন্ত্র মেনে নেয়া হবে না কুয়েট ক্যাম্পাসে শান্তিপুর্নভাবে প্রবেশ করলো শিক্ষার্থীরা

*গলাচিপায় মৎস্য ব্যবসায়ীদের পক্ষে প্রতারক ইমন এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন।*

*গোলাম মাহমুদ স্বপন৷ গলাচিপা, পটুয়াখালী প্রতিনিধি:*
  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

*গোলাম মাহমুদ স্বপন৷ গলাচিপা,

পটুয়াখালী প্রতিনিধি:*

পটুয়াখালীর গলাচিপায় মৎস্য ব্যবসায়ীরা প্রতারণার শিকার হওয়ার অভিযোগ এনে এক সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (১৭ মার্চ) দুপুর ২টায় গলাচিপার মৎস্য ব্যবসায়ী অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা জানান, গত ১ মার্চ গলাচিপা থেকে ঢাকাগামী ডলফিন পরিবহনে ৩১ কার্টুন ইলিশ মাছ পাঠানো হয়। তবে বাবুগঞ্জ থানাধীন নতুনহাট বাজার এলাকায় পৌঁছালে প্রতারক ইমনের ইন্ধনে অজ্ঞাতনামা কিছু ব্যক্তি পরিবহনটি থামিয়ে ১৮ কার্টুন ইলিশ মাছ নামিয়ে নেয়। পরবর্তীতে নূরে আলম নামে এক ব্যক্তি ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। বাধ্য হয়ে ৪০ হাজার টাকা নূরে আলমের দুটি মোবাইল নম্বরে বিকাশের মাধ্যমে পাঠানো হয়। তবে এরপরও মাছ ফেরত না দিয়ে তালবাহানা শুরু হয়।

বিষয়টি জানার পর বাবুগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ১৩ কার্টুন মাছ উদ্ধার করলেও বাকি ৫ কার্টুনের কোনো সন্ধান মেলেনি। এই মাছের বাজারমূল্য প্রায় ২৬ লাখ টাকা বলে জানান ব্যবসায়ীরা।

এছাড়া, ৪ মার্চ প্রতারক ইমনকে নূরে আলম NRBC ব্যাংক থেকে গলাচিপা পূবালী ব্যাংকের মাধ্যমে ১ লাখ টাকা পাঠান। বিষয়টি জানার পর ইমনকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বিভিন্নভাবে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ চুন্নু মৃধা, মৎস্য ব্যবসায়ী কুদ্দুস মুন্সি, হেলাল সিকদার, রহমান খলিফা, বশির হাওলাদার, বাচ্চু হাওলাদার, মামুনসহ অনেকে।

ব্যবসায়ীরা আরও অভিযোগ করেন, প্রতারক ইমন প্যাদা ক্যাসিনো ব্যবসার সঙ্গেও জড়িত এবং বিভিন্ন সময়ে বহু মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়েছেন। তারা অবিলম্বে ইমনকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ঘটনায় গলাচিপা থানায় একটি প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট