*গোলাম মাহমুদ স্বপন৷ গলাচিপা,
পটুয়াখালী প্রতিনিধি:*
পটুয়াখালীর গলাচিপায় মৎস্য ব্যবসায়ীরা প্রতারণার শিকার হওয়ার অভিযোগ এনে এক সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (১৭ মার্চ) দুপুর ২টায় গলাচিপার মৎস্য ব্যবসায়ী অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা জানান, গত ১ মার্চ গলাচিপা থেকে ঢাকাগামী ডলফিন পরিবহনে ৩১ কার্টুন ইলিশ মাছ পাঠানো হয়। তবে বাবুগঞ্জ থানাধীন নতুনহাট বাজার এলাকায় পৌঁছালে প্রতারক ইমনের ইন্ধনে অজ্ঞাতনামা কিছু ব্যক্তি পরিবহনটি থামিয়ে ১৮ কার্টুন ইলিশ মাছ নামিয়ে নেয়। পরবর্তীতে নূরে আলম নামে এক ব্যক্তি ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। বাধ্য হয়ে ৪০ হাজার টাকা নূরে আলমের দুটি মোবাইল নম্বরে বিকাশের মাধ্যমে পাঠানো হয়। তবে এরপরও মাছ ফেরত না দিয়ে তালবাহানা শুরু হয়।
বিষয়টি জানার পর বাবুগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ১৩ কার্টুন মাছ উদ্ধার করলেও বাকি ৫ কার্টুনের কোনো সন্ধান মেলেনি। এই মাছের বাজারমূল্য প্রায় ২৬ লাখ টাকা বলে জানান ব্যবসায়ীরা।
এছাড়া, ৪ মার্চ প্রতারক ইমনকে নূরে আলম NRBC ব্যাংক থেকে গলাচিপা পূবালী ব্যাংকের মাধ্যমে ১ লাখ টাকা পাঠান। বিষয়টি জানার পর ইমনকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বিভিন্নভাবে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ চুন্নু মৃধা, মৎস্য ব্যবসায়ী কুদ্দুস মুন্সি, হেলাল সিকদার, রহমান খলিফা, বশির হাওলাদার, বাচ্চু হাওলাদার, মামুনসহ অনেকে।
ব্যবসায়ীরা আরও অভিযোগ করেন, প্রতারক ইমন প্যাদা ক্যাসিনো ব্যবসার সঙ্গেও জড়িত এবং বিভিন্ন সময়ে বহু মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়েছেন। তারা অবিলম্বে ইমনকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ ঘটনায় গলাচিপা থানায় একটি প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।