সজিব শিকদার জেলা প্রতিনিধি বাগেরহাট
রামপালে জলবায়ু অভিযোজিত কৃষি দক্ষতার মাধ্যমে নারীর ক্ষমতায়ন, পুনর্নবীকরণযোগ্য শক্তির প্রসার এবং স্থায়িত্বশীল অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতকরণে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে ইনিশিয়েটিভ রাইট ভিউ (আরআইভি) ও একশন এইডের সহযোগিতায় এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা বেগম নেলী। এছাড়া সভায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান। বিশেষ অথিতির বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন শরিফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতিমা শেফা, প্রেসক্লাব রামপাল'র সভাপতি এম, এ সবুর রানা, সাংবাক ও পরিবেশ যোদ্ধা এস এম আবু তালেব প্রমুখ। অনুষ্ঠানে একশন এইড বাংলাদেশের ডেপুটি ম্যানেজার অমিত রঞ্জন দে, ইনিশিয়েটিভ রাইট ভিউ (আরআইভি)'র প্রধান নির্বাহী মেরিনা পারভিন, ক্লাইমেট রেজিলিয়েন্ট ফার্মিং মার্কেট এক্সেস প্রকল্পের কো-অর্ডিনেটর সৌরভ ভদ্র, ফিল্ড ফ্যাসিলিটেটর আলিমুজ্জামান ও আলভিনা মেহেজাবীনসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।