কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর বাজারের নারী ইজারাদার বিলকিছ আক্তারের ব্যবসা প্রতিষ্ঠানসহ তিনটি দোকানে রহস্যজনক অগ্নিকান্ডে প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
১৮ মার্চ মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১ টার পরে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে বলে জানা যায়। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নেভায়।
বিলকিছ আক্তারসহ ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দাবি বৈদ্যুতিক শর্ট সার্কিট নয় কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে এ ঘটনা ঘটাতে পারে। সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যুতের তার, মিটারসহ সবকিছু ঠিক আছে। কিন্তু দোকানের ভিতরের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের শাস্তি চান ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।