মোঃরাছেল বরিশাল
আগৈলঝাড়া প্রতিনিধি,, বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাসাইল গ্রামে পৈত্রিক জমিতে মাটি কাটতে গেলে প্রতিবেশীর হামলায় গুরুতর আহত চারজন। জমির মালিক লাইজু বেগম জানান
মাটি কাটার জন্য শ্রমিক নিয়ে গেলে প্রতিবেশী মৃত সবেদ আলী মৃধার পুত্র হাবিব মৃধা, হারুন মৃধা, হাবিব মৃধার স্ত্রী হাজেরা বেগম, হারুন মৃধার পুত্র রহিম মৃধা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় হামলাকারীদের বাধা দিতে গেলে সবুজ মৃধার স্ত্রী লাইজু বেগম, আজিজ মৃধার স্ত্রী জাহানারা বেগম ,মোয়াজ্জেম মৃধার পুত্র মুন্না মৃধা, বারেক মৃধার পুত্র জাহিদ মৃধাকে পিটিয়ে গুরুতর আহত করে। আহতদের ডাক চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। মাটি কাটার স্থান থেকে সীমানা প্রাচীর ২০ ফুট দূরত্ব থাকার পরেও মারধরের ঘটনা ঘটে । এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।