শহীদুল ইসলাম শাহেদ,টেকনাফঃ
কক্সবাজার টেকনাফে বিভিন্ন সময় , চুরি ও হারিয়ে যাওয়া ৮টি মোবাইল ফোন উদ্ধার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। মডেল থানা অফিস কক্ষে প্রকৃত মালিকের নিকট মোবাইল ফোনগুলোর যাবতীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে মালিকের নিকট হস্তান্তর করা হয়।
গত গেল রাতে বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
মোবাইল ফোনের মালিকরা বলেন, ‘আমাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো ৩ মাস, ১৪ মাস পর ফিরে পাবো ভাবতেও পারিনি। কোন টাকা খরচ ছাড়া হারিয়ে যাওয়া মোবাইল ফোন গুলো উদ্ধার করে আমাদের হাতে তুলে দিয়েছে টেকনাফ থানা পুলিশ।’ মোবাইলগুলো হাতে পেয়ে পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মোবাইল ফোনের মালিকরা।
ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, টেকনাফ থানা পুলিশ সব সময় জনগণের পাশে রয়েছে, যেকোনো মুহূর্তে পুলিশ দেশের স্বার্থে জনগণের স্বার্থে কাজ করে যাবে। যেকোন অপরাধ কর্মকাণ্ডে জড়িতসহ সকলকে আইনের আওতায় আনা হবে। সাথে সাথে চুরি ছিনতাই ডাকাতি হওয়া মোবাইল ফোন উদ্ধার করতে সব ধরনের অভিযান অব্যাহত রয়েছে।