1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :

টেকনাফে দেড় লক্ষ ইয়াবা জব্দ পাচারকারী পালাতে সক্ষম হয় 

শহীদুল ইসলাম শাহেদ, টেকনাফঃ 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম শাহেদ, টেকনাফঃ 

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমার মাদক পাচারকারী চালান হস্তান্তরের সময় দেড় লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে গুলি ছুঁড়ে পালিয়েছে পাচারকারীরা।

বুধবার সাড়ে ৯ টায় টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের নাফ নদীর তীরবর্তী শাহ আলমের ঝোড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নেই অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।

পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

লে. কর্নেল আশিকুর রহমান বলেন, বুধবার রাতে টেকনাফ সদর ইউনিয়নের নাফ নদীর তীরবর্তী শাহ আলমের ঝোড়া নামক এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে সন্দেহজনক দুই ব্যক্তিকে সাঁতরিয়ে নাফ নদীর জলসীমার শূণ্যরেখা অতিক্রম করে আসতে দেখে বিজিবির সদস্যরা। এ সময় তারা বাংলাদেশের অভ্যন্তরে নাফ নদীর কেওড়া বাগানে পূর্ব থেকে অবস্থানকারী দুই মাদক কারবারির কাছে আসে। বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা এক রাউন্ড গুলি ছুঁড়ে। কিন্তু বিজিবির সদস্যদের দৃঢ় অবস্থান দেখে মাদক কারবারিরা রাতে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিশেষভাবে মোড়কজাত প্লাস্টিকের দুইটি বস্তা উদ্ধার করে। বস্তা দুইটি খুলে পাওয়া যায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা।

উদ্ধার করা মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট