রিপোর্টার:তুষার আহমেদ বিশেষ পতিনিধি
ইদুল ফিতরের ছুটি বাড়ানো এবং চাঁদাবাজি বন্ধের দাবিতে গাজীপুরে পৃথক দুই স্থানে বিক্ষোভ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন পোশাক ও পরিবহণ শ্রমিকরা। এতে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে এক স্থানে দেড় ঘণ্টা ও অপর স্থানে আড়াই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। সব কারখানায় ঈদের ছুটি ১০ দিন করা হয়েছে। কিন্তু ইউটা ফ্যাশন কারখানার শ্রমিকরা তা না মেনে ১২ দিন ছুটির দাবি করে। এক পর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে প্রায় এক ঘণ্টা পর মহাসড়কে হোতাপাড়া এলাকায় যান চলাচল শুরু হয়।
গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ইউটা ফ্যাশন কারখানা কর্তৃপক্ষ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ১০ দিনের ছুটি ঘোষণা দেয়। কিন্তু শ্রমিকেরা ১২ দিনের ছুটির দাবি জানায়। কারখানা কর্তৃপক্ষ এ দাবি না মানায় শ্রমিকরা বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে সেনা সদস্য ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রম