প্রদেশ মিস্ত্রী, বামনা (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বামনায় পলিথিন ও প্লাষ্টিক দূষণ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আস্থার দীপ্তী, তারুন্যের মুক্তি এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে আজ বৃহস্পতিবার সকাল ১১ টার সময় বামনা উপজেলা পরিষদ মিলনায়তন সম্মেলন কক্ষে বেসরকারী উন্নয়নসংস্থা এনজিও রূপান্তর আয়োজনে এ কর্মশালা হয়। পরে সুন্দরবণ রক্ষায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা, উপজেলা যুব উন্মন কর্মকর্তা মোঃ খায়রুল আলম, ইকো সুন্দর বন বরগুনা জেলার সমন্ময়কারী অনুপ রায়, রুপান্তর বরগুনা জেলা কোঅর্ডিনেটর সমন্ময়কারি মোঃ খলিলুর রহমান, বামনা প্রেসক্লাব সভাপতি আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক মো নিজাম উদ্দিন মোল্লা, সাংবাদিক নাসির উদ্দিন মোল্লা ও মাসুদ রেজা ফয়সাল প্রমুখ।
এই প্রকল্পের অধীনে ১৭ টি উপজেলায় ১৭ টি যুব নেটওয়ার্ক কাজ করবে তাদের এলাকায় প্রচারাভিযানের মাধ্যমে প্লাস্টিক বার্জের ক্ষতিকর প্রভাব এবং দূষণ প্রতিরোধে করণীয় সম্পর্কে জেলে সম্প্রদায় এবং সমাজের গন্যমান্য ব্যক্তিদেরকে অবহিত করা,বিশ্বের অন্যতম বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দর বন যা বাংলাদেশ ও ভারত জুড়ে বিস্তৃত। সুন্দর বনের ৬০% এলাকা বাংলাদের উপকূলীয় অঞ্চল জুড়ে অবস্হিত বিশেষত খুলনা, বাঘেরহাট,সাতক্ষীরা, পিরোজপুর ও বরগুনা উপকূলীয় সূরক্ষা ও প্রাকৃতিক ভারসম্য রক্ষায় সুন্দর বন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রায় ৩০ লক্ষ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে সুন্দরবনের বনজ ও জলজ সম্পদের উপর নির্ভরশীল। ১৯৯৯ সালে বাংলাদেশ সরকার সুন্দর বন সংলগ্ন ১০ কিঃ মিঃ এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করে। এ এলকার মানুষের অপরিকল্পিত কার্যক্রমের কারণে ৫ টি জেলার ১৭ টি উপজেলাকে অন্তর্ভুক্ত করে মানুষের কারনে দূষন বাড়ছে বিশেষত প্লাস্টিক ও পলিথিন ব্যবহারের ফলে।
প্রদেশ মিস্ত্রী,
বামনা (বরগুনা) প্রতিনিধিঃ
মোবাইল: ০১৭৮৯৯৫৭৮০৭