এম এ সাকিব খন্দকার নিজস্ব প্রতিবেদকঃ
আজ বুধবার ১৯.০৩.২০২৫খ্রিঃ তারিখ সকাল ১১.০০ টায় স্থানঃ- জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ । সন্মানিত নরসিংদীর জেলা প্রশাসক জনাব রাশেদ হোসেন চৌধুরী । ঢাকা-সিলেট ৬ লেন সড়ক প্রকল্প সহ ,অন্যান্য প্রকল্পের ভূমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্থ । ব্যক্তিদের উপস্থিতিতে তাদের হাতে ক্ষতিপুরণের চেক প্রদান করেন। প্রকৃত ক্ষতিগ্রস্থ ব্যক্তিগন যাতে কোন প্রকার হয়রানি ছাড়া বিল পেতে পারেন সেজন্য জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। উক্ত বিলের চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট পত্রিকার ও মিডিয়ার সাংবাদিক গণ।আরো উপস্থিত ছিলেন অপরাধ কন্ঠের সাংবাদিক মাসুদ রানা বাবুল ও জাতীয় দৈনিক সময় সংবাদ,প্রত্রিকার জেলা প্রতিনিধি ও অভিযান নিউজ টিভির বিশেষ প্রতিনিধি তালাত মাহমুদ। সহ আরো অনেকে।