লেখক: মোঃ কামরুল হাসান
ছোট্ট শরীর, স্বপ্ন ভরা চোখ,
বোমার শব্দে কাঁপে বুক।
খেলার সাথী আজ ধূলোমাখা,
ঘরবাড়ি সব ছাইয়ে ঢাকা।
মাকে খোঁজে ছোট্ট হাত,
বাবার বুকে নেই তো প্রাণ।
রক্তে ভেজা ছোট্ট জামা,
কাঁদছে শিশু, থাকে না জমা।
বিশ্ব দেখে নীরব থেকে,
মানবতা আজ বন্দী দেখে।
ফিলিস্তিনের কান্না শোনে না কেউ,
শিশুর জীবন, আজ বড় নির্মম ঢেউ।