বাঘা প্রতিনিধি (রাজশাহী):
রাজশাহীর বাউসা ইউনিয়ন পরিষদের অনীয়ম দুর্নীতি ভিজিবি কার্ড বানিজ্যর প্রতিবাদে বাউসা ইউনিয়ন জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইউনিয়নের সামনে(২০ মার্চ) সকাল ১১টায় শান্তিপুর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সেই কর্মসূচি পালন শেষ করে চলে যাওয়ার সময় পেছন থেকে বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের নেতৃত্বে নেতাকর্মীরা বাউসা ইউনিয়ন জামায়াতে ইসলামীর লোকদের উপর হামলা করেছে সেই হামলায় জামায়াত ও শিবিরের ৫ জন নেতাকর্মী আহত হয়।আহতরা হলেন,আ: রহমান তুবা( ১৮),শামীম (৩৬), আবু তাহের(৩৮), সৌরভ(২৫), ও ইলিয়াস(১৮)।
উক্ত মানববন্ধন শেষ করে বাউসা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মজিবার রহমান বলেন আমরা শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি শেষ করেছি।
আমরা কোনো দলের বিরুদ্ধে কর্মসূচি পালন করি নি।
আমরা ইউনিয়ন পরিষদের দুর্নীতি ভিজিবি কার্ড বানিজ্যর বিষয় নিয়ে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করি কিন্তু কর্মসুচি পালন শেষ করে আমরা যখন স্থান ত্যাগ করতে শূরু করি তখনি বিএনপির লোক জন আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।তিনি বলেন এ হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।