সজিব শিকদার জেলা প্রতিনিধি (বাগেরহাট)
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগার চাকুলী এলাকায় টাকার লোভ দেখিয়ে ডেকে নিয়ে ১১ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক ভ্যানচালককে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযুক্তকে বুধবার (১৯ মার্চ) দুপুরে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর এ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার মো. শওকত শেখ (৫০) উপজেলার বেতাগা ইউনিয়নের চাকুলী গ্রামের ইনছান উদ্দিন শেখের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক।মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলিম শেখ জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ওই শিশুকে একা পেয়ে টাকার লোভ দেখিয়ে বাড়ির পাশে একটি ফাঁকা জায়গায় ডেকে নিয়ে যান ভ্যানচালক শওকত শেখ। সেখানে নিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। লোকজনের উপস্থিতি টের পেয়ে শিশুটিকে ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায় অভিযুক্ত শওকত শেখ।
এ ঘটনায় রাতেই শিশুটির মা বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। এরপর রাতেই শওকত শেখকে পুলিশ গ্রেফতার করে।