পেয়ার আলী: জেলার
রানীশংকৈল উপজেলার ৮ নং নন্দুয়ার ইউনিয়ন পরিষদের সেবুলালের গুদামে ৯৯ বস্তা ( প্রতি বস্তায় ৩০ কেজি) চাল জব্দ করা হয়েছে |
২০ মার্চ ( বৃহষ্প্রতিবার) সকাল থেকে নিয়ম অনুযায়ী চাল দেওয়া শুরু হলে কিছু অসাধু চক্র গায়ের জোরে সেবুলালের গুদামে ৯৯ বস্তা চাল গোপনে রেখে দেন | গোপন সুত্রের মাধ্যমে নাম বলতে অনিচ্ছুক এক সাংবাদিককে ভুক্তভোগীরা মুঠোফোনে জানালে সেটা সময় কালক্ষেপন না করে উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হলে তিনি তড়িৎ গতিতে ঘটনাস্থলে পৌছানএবং সেবুলালের গুদামে অভিযান পরিচালনা করে ৯৯ বস্তা চাল জব্দ করেন এবং ২ জনকে দোষী সাব্যস্ত হিসাবে প্রমান পান |
এ বিষয়ে নন্দুয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বারীকে মুঠোফোনে কল করা হলে তিনি জানান-- আমি যতগুলো নাম পেয়েছে সবগুলো বাড়ি বারি গিয়ে দিয়ে আসছি |
আমি খুব অসুস্থ বিছানায় আছি |
উপজেলা প্রশাসনিক কর্মকর্তা দবিরুল জানান-- অসাধুচক্রের কিছু লোকজন আমাদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে এবং জোর পুর্বক সরকারি চাল নিয়ে চলে যান| আমরা নিরুপায় হয়ে উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করি |
উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন জানায় -- বিকাল থেকে আমি অনিয়মের অভিযোগ পাই |আমি তাৎক্ষনিক ঘটনাস্থলে আসি এবং সরকারি ৯৯ চালের বস্তা আটক করি | ১৮৬ ধারায় নুরালম এবং অনুপ রায়কে এক মাসের জেল দেয়া হল | জব্দকৃত সরকারি চাল এতিম- মাদ্রাসায় ৬০ কেজি করে বন্টন করা দেয়া হবে |