1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
নওগাঁয় পুলিশে চাকরি দেওয়ার নামে অর্থ লেনদেন, বিজিবি সদস্যসহ ১ প্রতারক গ্রেফতার দেওয়ানগঞ্জের দুর্গা এন্টারপ্রাইজের কর্ণধার, কে এই শ্যামল সাহা মহেশখালীতে পানিরছড়ায় পাহাড় কেটে বাড়ি নির্মাণ নগরীতে ট্রলির ধাক্কায় শিশুর মৃ ,ত্যু, সাতক্ষীরা সদরে কুশখালী আওয়ামীলীগের দুই নেতা আটক প্রতিশোধ হিসেবে বড় শাহীন খুন, নারী দিয়ে ফাদ পাতা হয় রাস্তার উপর ঘর তুলে চলাচলে বাধা সৃষ্টি করছে ২০০ পরিবার দুর্ভোগ পোহাচ্ছে। জ্যোতিষশাস্ত্রে নারায়ণ কুমার আচার্য্যের অনারেবল পিএইচডি অর্জন, জ্যোতিষশাস্ত্রে তরুণ কুমার আচার্য কৃষ্ণের অনারেবল পিএইচডি অর্জন, গলায় ভাত আটকে এসএসসি পরীক্ষার্থীর মৃ ত্যু

আওয়ামিলীগ নিষিদ্ধ প্রসঙ্গে কি বার্তা দিলেন জামাতের আমীর 

তুষার আহমেদ বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

তুষার আহমেদ বিশেষ প্রতিনিধি

আওয়ামী লীগের চ্যাপ্টার ৩৬ জুলাই ক্লোজড হয়ে গিয়েছে, নতুন করে ওপেন করার কোনো অবকাশ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২১ মার্চ) ভোর ৬টা ২১ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এ সংক্রান্ত এক স্ট্যাটাসে একথা বলেন।

ওই স্ট্যাটাসে তিনি বর্তমান পরিস্থিতিতে সর্বস্তরের জনগণকে সংযত, সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে দল ও মতের ঊর্ধ্বে উঠে দেশের বৃহত্তর স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করারও আহ্বান জানিয়েছেন।

জামায়াত আমির তার স্ট্যাটাসে লিখেন, আল্লাহ তাআলার একান্ত মেহেরবাণীতে আমরা পবিত্র রমাদানুল কারীম অতিক্রম করছি। বাংলাদেশ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বাক অতিক্রম করছে। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর ২৪-এর ৩৬ জুলাই আমরা একটি নতুন বাংলাদেশ মহান আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত মেহেরবাণীতে উপহার হিসেবে পেয়েছি। এ জন্য মহান রবের দরবারে অসংখ্য-অসংখ্য শুকরিয়া।

এ সময় দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিবাদীরা দেশের ভিতরে এবং বাহিরে নানান ষড়যন্ত্রে লিপ্ত আছে তিনি আরও বলেন, বাংলাদেশের নির্যাতিত ১৮ কোটি মানুষের দাবি, গণহত্যাকারীদের বিচার, ২৪-এর শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, আহত এবং পঙ্গু অসংখ্য ছাত্র, তরুণ, যুবক ও মুক্তিকামী মানুষের সুচিকিৎসা একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ১৫ বছরের সৃষ্ট জঞ্জালগুলোর মৌলিক সংস্কার সাধন করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা।

এ সময় জনগণ অগ্রাধিকার ভিত্তিতেই গণহত্যার বিচারটাই দেখতে চায়। এর বাহিরে অন্য কিছু ভাবার কোনো সুযোগ নেই বলেও জানান জামায়াত আমির।

তিনি বলেন, আমরা সর্বস্তরের জনগণকে সংযত, সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে দল-মতের ঊর্ধ্বে উঠে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানাই৷ মহান আল্লাহ আমাদের ওপর রহম করুন এবং তার একান্ত সাহায্য দিয়ে পরিস্থিতি উত্তরণে আমাদেরকে মেহেরবাণী করুন। আমিন।

পরে ওই পোস্টের মন্তব্যের ঘরে জামায়াত আমির আরও লেখেন, আওয়ামী লীগের চ্যাপ্টার ৩৬ জুলাই ক্লোজড হয়ে গিয়েছে। নতুন করে ওপেন করার কোনই অবকাশ নেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট