মোঃ সুজন আহম্মেদ পাবনা জেলা প্রতিনিধি
পাবনার চাটমোহরে বিশেষ অভিযানে ছয় কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২১ মার্চ) ভোর ৩ টা থেকে প্রায় দুই ঘন্টা অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীর বাসা থেকে এ গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত গাঁজা ব্যবসায়ী রুবিয়া খাতুন (৪৫) উপজেলার নিমাইছড়া ইউনিয়নের মির্জাপুর কলেজ পাড়ার মাদক ব্যবসায়ী ইদ্রিস আলীর স্ত্রী। ইদ্রিস ওই গ্রামের মৃত ঈমান শেখের ছেলে ও একাধিক মাদক মামলার আসামি।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে ভাঙ্গুড়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আল-আমিন খাঁন ২০ জন সেনা সদস্য নিয়ে মাদক ব্যবসায়ী ইদ্রিস আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় সেনাবাহিনী উপস্থিতি টের পেয়ে রুবিয়া খাতুন দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা। পরে প্রায় দুই ঘন্টা অভিযান পরিচালনা করে ৬ কেজি মাদকদ্রব্য গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী। পরে চাটমোহর থানা পুলিশের সহযোগিতায় তাকে চাটমোহর থানায় হস্তান্তর করে।
এ বিষয়ে ভাঙ্গুড়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আল-আমিন খাঁন বলেন, এনটিভি অনলাইনের প্রতিনিধি আপন ইসলাম ও দৈনিক প্রভাতী বাংলাদেশ প্রতিনিধি ও মোঃ সুজন আহম্মেদ, সহযোগিতায় প্রায় দুই ঘন্টা অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছি। পরে চাটমোহর থানা পুলিশের কাছে মাদক ব্যবসায়ী কে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনজুরুল আলম এনটিভি অনলাইন ও দৈনিক প্রভাতী বাংলাদেশ কে জানান, আমি নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিকে থানায় নিয়ে এসেছি। মামলা প্রক্রিয়াধীন আছে। মামলা শেষে আসামিকে আদালতের মাধ্যমে জেলা হতে প্রেরণ করা হবে।
ছবি: সেনাবাহিনীর বিশেষ অভিযানে আটককৃত গাঁজা ব্যবসায়ী রুবিয়া খাতুন (৪৫)।
মো: সুজন আহম্মেদ
পাবনা (চাটমোহর-ভাঙ্গুড়া)
মোবা: ০১৭১১৬৭৪২৪৬,০১৭১২১৬২৭৬৭
২১ মার্চ ২০২৫