নান্দাইল ( ময়মনসিংহ ) প্রতিনিধি :
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বৃহস্পতিবার (২০মার্চ ) “নান্দাইল ডিজিটাল প্রেসক্লাব” এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি মো.জহিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে প্রেসক্লাব কার্যালয়ে উক্ত ইফতার ও দোয়া
মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. বিল্লাল হোসেন সঞ্চালনায় ইফতার পূর্বক দোয়া মাহফিলে সাংবাদিকদের সহ দেশ ও জনগণের কল্যাণে বিশেষ দোয়া পরিচালনা করেন নান্দাইল ডিজিটাল প্রেসক্লাব সহ- সভাপতি মাওলানা শাহ এইচ এম মিজানুর রহমান । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, সহ-সভাপতি মো.ইউসুফ আকন্দ মজিবুর,প্রেসক্লাবে নান্দাইল সিনিয়র সাংবাদিক জালাল উদ্দিন মন্ডল,
বাংলাদেশ প্রেসক্লাব নান্দাইল শাখার সভাপতি এম.এ.হান্নান আজাদ,
দিলালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন প্রমুখ। এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন
বাংলাদেশ প্রেসক্লাব নান্দাইল শাখার সাধারণ সম্পাদক মো.খাইরুল ইসলাম, শিক্ষাক ও সাংবাদিক রমিজ উদ্দিন, কাইয়ুম, ফরিদ, মঞ্জুরুল হক,এনামুল কাদির, সেলিম ভূঁইয়া,নজরুল ইসলাম, তাজুল ইসলাম,মোশাররফ কবির, মো, আমিনুল ইসলাম আশিক,নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সদস্য ও সূধীজন উপস্থিত ছিলেন।