মোহাম্মদ মহি উদ্দিন মহেশখালী প্রতিনিধি(কক্সবাজার)
কক্সবাজার জেলার মহেশখালী ঐতিহ্যেবাহী প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(শুক্রবার) ২১ মার্চ ২০২৫ তারিখ বিকাল ৪.০০ ঘটিকার সময় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়
ইফতার পরবর্তী প্রেসক্লাবে বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জিকির উল্লাহ জিকু সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ হেদায়েত উল্লাহ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীপক ত্রিপুরা, সহকারী কমিশনার (ভূমি), মহেশখালী, বিমলেন্দু কিশোর পাল, উপজেলা নির্বাচন অফিসার, মহেশখালী, দিদার আলম, উপজেলা সমাজসেবা অফিসার, মহেশখালী, জাহিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মহেশখালী, শামসুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত), মহেশখালী, কবি রুহুল কাদের বাবুল,
মহেশখালী থানার প্রতিনিধি, মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোবাইবসহ
সংশ্লিষ্ট সকল।।
এসময় আরও উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট নুরুল আলম,
মহেশখালী প্রেসক্লাবের আজীবন সদস্য এডভোকেট হামিদুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার আমীর মাষ্টার শামীম ইকবাল, সাবেক মহেশখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৌং জহির আহমেদ, মহেশখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল বশর পারভেজ, মহেশখালী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আ.স.ম জাহেদুল হক নাহিদ,
মহেশখালী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আনছার উল্লাহ বি.এ, মহেশখালী উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ডাঃ এসএম ওসমান সরোয়ার প্রমূখ।
গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখ করে অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ হেদায়েত উল্লাহ বলেন, সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজের নানা অসংগতি, অনিয়ম-দুর্নীতি, দুর্ভোগের চিত্র যেমন ফুটে ওঠে তেমনি তাদের লেখনিতে মানুষের সাফল্য, সম্ভাবনা ও প্রত্যাশার কথা উঠে আসে।
তিনি আরও বলেন, প্রেসক্লাবের এই ইফতার মাহফিল শুধু আনুষ্ঠানিকতা নয় বরং এটি সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির একটি মাধ্যম। ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
ইফতার ও দোয়া মাহফিলে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সুশীল সমাজ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, আলোচনা শেষে দোয়া মোনাজাত ও ইফতারের মাধ্যমে শেষ হয়।