উখিয়া প্রতিনিধি কক্সবাজার,
উখিয়া, ২৪ মার্চ ২০২৫: জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে আগামী ইফতার মাহফিল সফলভাবে আয়োজনের লক্ষ্যে আগামীকাল একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত সভাটি অনুষ্ঠিত হবে মাগরিব নামাজের পর, যেখানে উপস্থিত থাকবেন সংস্থার সভাপতি ফরিদ আলম সিকদার, সাধারণ সম্পাদক এমএ সাত্তার আজাদ, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিনসহ অত্র কমিটির সকল সাংবাদিক ভাইবোনেরা।
এ সভায় ইফতার মাহফিলের আয়োজন সংক্রান্ত সকল প্রস্তুতি নিয়ে আলোচনা হবে। বিশেষত, অতিথিদের আমন্ত্রণ, স্থান নির্বাচন, খাবারের ব্যবস্থা, অনুষ্ঠান পরিচালনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। সভায় সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার জন্য বিশেষ আহ্বান জানানো হয়েছে।
জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি ফরিদ আলম সিকদার বলেন, “ইফতার মাহফিলের মাধ্যমে সাংবাদিকদের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে এবং সংগঠনের সম্মিলিত প্রয়াসে অনুষ্ঠানটি সফল হবে। সকল সাংবাদিক ভাইদের উপস্থিতি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”
সাধারণ সম্পাদক এমএ সাত্তার আজাদ এবং সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিনও সভায় উপস্থিত সকল সাংবাদিকদের একতা ও সহযোগিতার মাধ্যমে মাহফিলটি সফল করার আহ্বান জানান।
মোটামুটি সকল সাংবাদিকদের উপস্থিতি এই অনুষ্ঠানের সফলতার মূল চাবিকাঠি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।