মোঃ সালাউদ্দীন মুন্না, প্রতিনিধিঃ
হাটহাজারী উপজেলা গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদ উদ্যোগে ১০ কেজি চাল বিতরণ কর্মসূচীতে সহযোগীতা করলেন গুমানমর্দ্দন ইউনিয়ন জামায়াত। ২২ মার্চ, শনিবার সকাল ১০ টা গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে গুমানমর্দ্দন জামায়াত নেতৃবৃন্দের উপস্থিতি দেখা যায়। গুমানমর্দ্দন ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু তৈয়ব প্রতিবেদককে জানান, গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদের সকল ধরনের কার্যক্রমে ইউনিয়ন জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত থাকেন এবং জনগণের জন্য কাজ করার দায়িত্ববোধ থেকে সহযোগীতা করেন। গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বর্তমানে পলাতক, প্রশাসনিক কর্মকর্তা তৈয়বকে দুইটি ইউনিয়ন পরিষদ সামলাতে হয়। ওনি ইতোমধ্যে ফতেপুর ইউনিয়ন পরিষদসহ দায়িত্ব পালন করছেন। ইউনিয়ন পরিষদ সার্বিক পরিস্থিতির কথা চিন্তা করে, জনগণের যাতে সেবা ব্যাহত না হয়, গুমানমর্দ্দন ইউনিয়ন জামায়াত তার নেতৃবৃন্দ সাথে নিয়ে ইউনিয়ন পরিষদ কাজে সহযোগীতা করছেন। গুমানমর্দ্দন ইউনিয়ন সেক্রেটারী প্রবীণ আবদুল করিম বলেন, “আগামীতে গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিটি ওয়ার্ডে গুমানমর্দ্দন ইউনিয়ন জামায়াত সমর্থিত প্রার্থী দেওয়ার কথা রয়েছে। তাই ইউনিয়ন সংগঠন এখন থেকে জনগণের সেবায় তার কর্মীদের নিয়োজিত রেখেছে।” ইউনিয়ন পরিষদের সাথে সমন্বয় করে সুশৃঙ্খলভাবে চাল বিতরণ করতে দেখা যায়। চাল নিতে আসা এক ব্যক্তি বলেন, জামায়াত যে কাজে সহযোগীতা করছে তা প্রশংসনীয়। আমরা এমনটা চেয়েছিলাম। আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই।