মোঃ সালাউদ্দীন মুন্না, প্রতিনিধিঃ
গত ১৫ মার্চ, শনিবার ফতেপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগীয়) ব্যরিষ্টার মীর হেলাল উদ্দীন প্রধান অতিথির বক্তৃতায়- আগামীতে এমপি নির্বাচিত হলে চট্টগ্রামের অন্তত এক হাজার তরুণ-তরুণীকে ব্যাংক-বীমা আর্থিক প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন। অনুসন্ধানে দেখা যায়, ব্যাংক খাতের সমস্ত অফিস আদালত দখল করে আছে পটিয়া। বিশেষ কয়েকটি ব্যাংকে যে কারো পরিচয় জিজ্ঞেস করলে শুনতে পাবেন পটিয়া। এভাবে আরো অনেকের পরিচয় যাচাই করুন দেখবেন একটা ঠিকানা পটিয়া। এটাকে অনেকে পটিয়া কোটা বলে মজা করে থাকেন। সে তুলনায় পিছিয়ে আছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা। এবার আশার আলো যেন শুনলো হাটহাজারী তরুণ তরুণীরা। এতদিন এমন নাড়ির টানওয়ালা নেতৃত্ব পাইনি হাটহাজারী। এবার সত্যি যেন তরুণদের সেই প্রত্যাশিত কাঙ্ক্ষিত নেতৃত্ব তারা পেয়েছে। এমনটা উৎসাহ দেখা গিয়েছে তরুণদের মাঝে। এ সময় নৈতিকভাবে সুশৃঙ্খল জীবনযাপন ও দলের ভাবমূর্তি যেন নষ্ট না হয়, এমন কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেন।