সজিব শিকদার জেলা প্রতিনিধি (বাগেরহাট)
সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রাম থেকে ২০ ফুট লম্বা অজগর উদ্ধারের পর বনে অবমুক্ত করা হয়েছে।
শুক্রবার বিকালে ওই গ্রামের মালেক গাজীর বাড়ির বাগান থেকে কমিউনিটি পেট্রলিং গ্রুপ-সিপিজির সদস্যরা অজগরটি উদ্ধার করে বলে ওই গ্রুপের লিডার মো. খলিলুর রহমান জানান।
পরে উদ্ধার হওয়া অজগরটি শনিবার সুন্দরবনের গহীনে অবমুক্ত করা হয়।
ফিরে দেখা ২০২৪ সমগ্র বাংলাদেশ বিশ্ব ক্রিকেট খেলা বাণিজ্য হ্যালো গ্লিটজ লাইফস্টাইল টেক সব খবর
সমগ্র বাংলাদেশ
বাগেরহাটে গ্রাম থেকে ২০ ফুট লম্বা অজগর উদ্ধারের পর ছাড়া হল বনে
অজগরটি একটি ছাগলকে মেরে পেঁচিয়ে রেখেছিল।
বাগেরহাটে গ্রাম থেকে ২০ ফুট লম্বা অজগর উদ্ধারের পর ছাড়া হল বনে
কমিউনিটি পেট্রলিং গ্রুপ-সিপিজির সদস্যরা অজগরটি উদ্ধার করে।
বাগেরহাট প্রতিনিধি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Mar 2025, 04:49 PM
facebook sharing buttontwitter sharing buttonsharethis sharing button
সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রাম থেকে ২০ ফুট লম্বা অজগর উদ্ধারের পর বনে অবমুক্ত করা হয়েছে।
শুক্রবার বিকালে ওই গ্রামের মালেক গাজীর বাড়ির বাগান থেকে কমিউনিটি পেট্রলিং গ্রুপ-সিপিজির সদস্যরা অজগরটি উদ্ধার করে বলে ওই গ্রুপের লিডার মো. খলিলুর রহমান জানান।
পরে উদ্ধার হওয়া অজগরটি শনিবার সুন্দরবনের গহীনে অবমুক্ত করা হয়।
খলিলুর রহমান বলেন, “সোনাতলা গ্রামের মরিয়ম বেগম নামে এক নারীর একটি ছাগল হারিয়ে যায়। তিনি অনেক খোঁজাখুঁজির পর প্রতিবেশি মালেক গাজীর বাড়ির বাগানে গিয়ে দেখেন, অজগর তার ছাগলটিকে মেরে পেঁচিয়ে ধরে রেখেছে। মরিয়ম এ দৃশ্য দেখে সিপিজির সদস্যদের খবর দেন।
“পরে আমরা সেখানে যাই। অজগারটি মানুষের উপস্থিতি টের পেয়ে বাগানের ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। পরে সিপিজির সদস্যরা বাগানে তল্লাশি চালিয়ে অজগরটিকে জীবিত অবস্থায় উদ্ধার করে।”
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. ফারুক হোসেন বলেন, “অজগর উদ্ধারের খবর দিলে বনবিভাগের কর্মীরা সেখানে গিয়ে সাপটি নিয়ে আসে।অজগরটি লম্বায় ২০ ফুট ও ওজন ৫৫ কেজি জানিয়ে তিনি বলেন, “পরে সাপটি বনের গহীনে অবমুক্ত করা হয়েছে।”
বন কর্মকর্তা ফারুক হোসেন আরো বলেন, “শীত মৌসুমে সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার মরা ভোলা নদীর পানি কমে যায়। এসময় বনের ভেতরে থাকা অজগর খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে।”