মাহামুদুল হাসান বাঘা প্রতিনিধি (রাজশাহী ):
রাজশাহীর বাঘা ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয়, কারিগরি ও কৃষি কলেজে( ২১ মার্চ)শুক্রবার ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর "কর্মী সম্মেলন ২৫ " অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা সেক্রেটারি গোলাম মুর্তুজা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা জিন্নাত আলী সাবেক চেয়ারম্যান বাঘা উপজেলা পরিষদ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাস্টার ইউনুস আলী সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘা উপজেলা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল্লাহ আল মামুন নুহু সহ সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘা উপজেলা শাখা।
প্রধান অতিথি বলেন দীর্ঘ ১৬ বছর আওয়ামীলীগ নামক ফ্যাসিস্ট সরকার চেয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বাংলার জমিন থেকে চিরতরে নি:শেষ করে দিতে কিন্তু তারাই আজকে নি:শেষ হয়ে বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।তিনি বলেন জামায়াতের কর্মী কে সৎ, আদশবান মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। আর যেন কোন ফ্যাসিস্ট কায়দায় জনগণের অধিকার খর্ব করে এমন সরকার ক্ষমতায় না আসে সেদিকে খেয়াল রেখে জনগণের কাতারে দারিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।আল্লাহর এ জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য সর্বাতক চেষ্টা করতে হবে।