মোঃ সুজন আহম্মেদ পাবনা জেলা প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শনিবার সকাল ১১ টার সময় উপজেলা নির্বাহী কর্মকতা জনাবা মোছাঃ নাজমুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়েছে। সভাপতি তার বক্তব্যে বলেন , রমজানে যানজট নিরসন, ঈদে হাট-বাজারগুলোতে আইনশৃঙ্খলা বিষয়ক নিরাপত্তা, ব্ল্যাকে টিকিট বিক্রি, ছিনতাই, চুরি , বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন সেবা ও সহযোগিতা প্রদান করবেন ভাঙ্গুড়া উপজেলা প্রসাশন।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শফিকুল ইসলাম বলেন শুধু রাস্তাঘাট, হাট বাজার,চুরি, ছিনতায় ও ব্লাকে টিকিট বিক্রি নয় আপনাদের খোঁজে যদি এমন কেউ থাকে যে ঈদে দেশে বা বিদেশ থেকে আসবে আর তার কাছে কোন মুল্যবান কিছু থাকলে আমাদের অবগত করবেন আমরা আমাদের সাধ্যমত সিকিউরিটি দিব প্রয়োজনে তাকে বাসা পর্যন্ত পৌঁছে দিব।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক তাসমিয়া আক্তার রোজী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শারমিন জাহান, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, উপজেলা বিএনপির সদস্য সচিব জাফর ইকবাল হিরোক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন,ভাঙ্গুড়া পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব অঙ্গ সংগঠনের নেতৃত্রীর বিন্দু ও গণধিকার পরিষদের সভাপতিসহ বিভিন্ন পত্রিকার সংবাদ কর্মীবৃন্দ।
মোঃ সুজন আহম্মেদ
পাবনা জেলা প্রতিনিধি