আলমগীর কবীর হৃদয় (পাবনা জেলা প্রতিনিধি):
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার অভিযানে ২২ মার্চ শ্যামলী ফুড এন্ড বেভারেজে ৬০ হাজার টাকা জরিমানা আরোপ এবং তাৎক্ষণিক আদায় করা হয়। শনিবার ২২ মার্চ সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহায়তা করেন অভিযানে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম মাহবুব আলমসহ পুলিশ লাইনের পুলিশ সদস্যবৃন্দ । অভিযানে নোংরা পরিবেশে সেমাই তৈরি এবং অবৈধভাবে আইস ললি তৈরি এবং অনুমোদন না থাকায় ভোক্তা অধিকার আইনের ৪৩,৪৫ ও ৫২ ধারায় শ্যামলী ফুড এন্ড বেভারেজ রামানন্দপুর,পাবনা সদর প্রতিষ্ঠান কে ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।