সাহের আলী কুড়িগ্রাম রৌমারী প্রতিনিধি
কুড়িগ্রাম রৌমারী ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে রৌমারী থানা পুলিশ। শুক্রবার ২১ মার্চ সকাল ৬ টার ২৫ মিনিটে দিকে রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের নতুন শৌলমারী এলাকায় তাদেরকে আটক করা হয়। আটক মাদক কারবারিরা হলেন, রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের নতুন শৌলমারী এলাকার মােঃ ছফিয়াল হোসেনে ছেলে মােঃ ছলেমান মিয়া ৪১ ও তার স্ত্রী মোছাঃ মাহমুদা খাতুন ৩৮
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (লৎফর রহমান) জানান, তাঁর নের্তৃত্বে শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের নতুন শৌলমারী এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় নিজ বসতঘরের আলমারীর ভেতর থেকে ২১০ পিস ইয়াবাসহ মােঃ ছলেমান মিয়া ও তার স্ত্রী মােছাঃ খাতুন কে আটক করা হয়। তিনি আরও জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে । শুক্রবার সকালে তাদেরকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।