1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন

শেরপুরে ডুবারচর পিসফুল সোসাইটির ৪র্থ সিরাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

এ বি এম রব্বানী বাপ্পি  স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

২২ শে মার্চ শনিবার শেরপুর সদর উপজেলার ডুবারচর পিসফুল সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো ৪র্থ সিরাত প্রতিযোগিতা ২০২৫। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রতিযোগিতার মৌখিক পরীক্ষা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা আজিজুর রহমান (বড় হুজুর)। প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন দেশের খ্যাতনামা আলেমগণ—হযরত মাওলানা মুফতি আল আমীন সাদী, হযরত মাওলানা মুফতি আবুল কালাম ও হযরত মাওলানা মুফতি আবুল বাশার।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুফতি খালেছুর রহমান, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মুহাম্মদ ফজলুল হক জামালী ও ইঞ্জিনিয়ার শেখ মনিরুজ্জামান মনির , প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি শফিকুল ইসলাম জিহাদী । এছাড়া, প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা রইস উদ্দিন। পুরো অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন করেন মুফতি হামিদুল্লাহ (রাজু)।

শেরপুর জেলার বিভিন্ন স্কুলের ছাত্ররা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা কুরআন, হাদিস, নবিজীর (সা.)-এর জীবনী এবং ইসলামের মৌলিক শিক্ষার উপর প্রতিযোগিতা করেন। প্রতিযোগীদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।

অনুষ্ঠানের শেষ পর্বে রমজানের পবিত্রতা, ইসলামিক শিক্ষার গুরুত্ব ও নৈতিক মূল্যবোধ গঠনের বিষয়ে বিশেষ বয়ান করা হয়। পরে একসঙ্গে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে ধর্মীয় ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়।

আয়োজকরা জানান, ইসলামিক জ্ঞানচর্চা ও নৈতিক শিক্ষার বিকাশে এই সিরাত প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

 

এ বি এম রব্বানী বাপ্পি 

স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট