আরিফুর রহমান বিশেষ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ রুপগঞ্জ ভূলতা গাউছিয়া পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে রাজধানীর নিউমার্কেট এলাকার কেনাকাটা। দিন যত যাচ্ছে, ততই বাড়ছে বিক্রি। রাজধানীর নানা প্রান্ত থেকে কেনাকাটার জন্য এখানে ছুটে আসছেন নগরবাসী। ঈদ উপলক্ষে গাউছিয়া-নিউমার্কেটের দোকানগুলোতে কেনাকাটা বেড়েছে কয়েক গুণ। এতে হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখে।
সরেজমিনে দেখা যায়, দুপুর থেকেই ক্রেতা-দর্শনার্থীরা আসতে থাকেন গাউছিয়া, নিউমার্কেট, এলিফ্যান্টসহ আশেপাশের মার্কেটগুলোতে। ঠিক বিকেল চারটা থেকে বাড়তে থাকে ভিড়। সন্ধ্যা গড়িয়ে গেলে নিউমার্কেট পরিণত হয় জনসমুদ্রে। ঠাঁই থাকে না পা ফেলার। তখন চলাচলই কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। এতে সড়কেও লাগে থাকে দীর্ঘ যানজট, চলে না গাড়ির চাকা।
বিক্রি বেড়েছে কয়েক গুণ
নিউমার্কেট ঘুরে দেখা যায়, এখানকার গাউছিয়া মার্কেট, নূর ম্যানশন মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট, নিউ সুপার মার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেট, নূরজাহান সুপার মার্কেট এবং গ্লোব শপিং সেন্টারের ভেতরেও জমজমাট বেচাকেনা চলছে। শুধু পোশাকের দোকানেই নয়, ভিড় রয়েছে নানা ধরনের গয়না, ঘর সাজানোর জিনিসপত্র, সুগন্ধি, পারফিউম এবং ডিজিটাল গ্যাজেটের দোকানগুলোতেও। পুরো এলাকা এবং মার্কেটে প্রচুর মানুষের ভিড়ের কারণে হাঁটতে হচ্ছে বেশ ধীরগতিতে।
এছাড়া পোশাক, জুতা, গহনা, প্রসাধনী, খেলনা ইত্যাদি পণ্য কিনতে আসা ক্রেতারা সড়কে সড়কে লম্বা লাইনে দাঁড়িয়ে কেনাকাটা করছেন।অন্যান্য বছরের তুলনায় এ বছর বিক্রি কয়েক গুণ বেড়েছে বলে জানিয়েছেন নিউমার্কেটের ব্যবসায়ীরা। জানতে চাইলে নিউমার্কেটের ব্যবসায়ী অমিত হাওলাদার দৈনিক প্রভাতী বাংলাদেশকে বলেন, ‘এ বছর ঈদ উপলক্ষে অন্য বছরের চেয়ে তিন থেকে চার গুণ কেনাকাটা বেড়েছে। গত বছর রমজানে তিনজন লোক দোকানে কাজ করেছে। এবছর চারজন কাজ করেও সামাল দেওয়া কঠিন হচ্ছে। যতটুকু সম্ভব ক্রেতাদের হাতের নাগালে দাম রাখা হচ্ছে।’আরেক ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, ‘রোজায় বিক্রি ভালোই হচ্ছে, সামনের দিনে ক্রেতাদের ভিড় আরও বাড়বে। সাশ্রয়ী মূল্যে পোশাক বিক্রি করা হচ্ছে।’ একই সুর নিউমার্কেটের অন্যান্য ব্যবসায়ীদেরও।