হুমায়ুন কবির প্রতিনিধি:
ঝড় যখন তুফানে রূপ নেয়, অনেকেই পালিয়ে যায় নিরাপদ আশ্রয়ে। কিন্তু কেউ কেউ থাকেন—অটল, অবিচল, অগ্নিসংগ্রামী হয়ে। আজিজুল ইসলাম পিকুল ভাই ছিলেন সেই প্রহরী, যিনি দলের ক্রান্তিকালে বুক পেতে দিয়েছেন, লড়াই করেছেন অন্যায়ের বিরুদ্ধে, আগলে রেখেছেন দলকে নিঃস্বার্থ ভালোবাসায়।
আজ যখন সংগ্রামের ফসল ঘরে তুলতে সময় এসেছে, তখন সুবিধাবাদীদের ভিড়ে তাঁকে সরিয়ে দেওয়া হলো! কিন্তু ইতিহাস বলে, সত্যিকারের যোদ্ধারা কখনো হারিয়ে যান না—তাঁরা ফিরে আসেন, আরও শক্তিশালী হয়ে, আরও দাপটের সঙ্গে!
যাঁর রাজনৈতিক লড়াইয়ের বয়স অনেকের ব্যক্তিগত বয়সের চেয়েও দীর্ঘ, যিনি দলের জন্য একের পর এক মামলা-মোকদ্দমা বরণ করেছেন, তাঁকে কি এত সহজে মুছে ফেলা যায়?
রাজা যেমন তাঁর রাজ্যে ফিরে আসেন, ঠিক তেমনই আজিজুল ইসলাম পিকুল ভাই ফিরবেন—শক্ত হাতে হাল ধরতে, প্রহরী হয়ে দাঁড়াতে, দলের সত্যিকারের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে।
এই প্রত্যাশার কামনায় বিএনপির সকল ত্যাগী নেতৃবৃন্দরা।