মোঃ সুজন আহম্মেদ পাবনা জেলা প্রতিনিধি
রুখে দাড়ান অন্যায়, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে।প্রশাসন ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, অর্থলোভী না হয়ে সত্য তুলে ধরা হলো।
পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার জগাতলা নামক স্থানে একটি সরকারি সাইকেল ও ভ্যানের হাট প্রতি রবিবার হাট বসে।সেই হাটে হচ্ছে খোলামেলাভাবে চাদাবাজি।
উক্ত এলাকার স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের এবং পৌরসভার কর্মকর্তাদের থেকে জানা যায় যে, সরকারি নির্ধারন করা টোল/খাজনা থেকে সেখানে ৩০ গুন বেশি টাকা নেওয়া হচ্ছে। এছাড়াও উক্ত জগাতলা বাজারে সিএনজি স্ট্যান্ডসহ অনেক জায়গার সাবেক চাঁদাবাজদের দেখা যায়। সবচেয়ে বড় কথা হলো আওয়ামী লীগের দোসররাই এখনও সেই চাঁদা নিয়ে থাকে। মোঃ তোজাম্মেল হক নামের ভাঙ্গুড়ার এক কৃষকলীগের নেতাকে দেখতে পাওয়া যাচ্ছে চাঁদা তুলতে। এদের সেল্টার দিচ্ছে কে খতিয়ে দেখা দরকার।
বাংলাদেশের প্রশাসনের ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অনুরোধ রইলো দ্রুত সকল চাঁদাবাজিদের ব্যবস্থা নিন। তদন্ত করে আইনের আওতায় নিয়ে আসুন সন্ত্রাসী ও চাঁদাবাজিদের আইনের আওতায় আনতে হবে ওসি তদন্ত ওসি এবং সকল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জানানো যাচ্ছে যে এই চাঁদাবাজি বন্ধ করাতে হবে।