হাসান জুলহাস, সিলেট
সিলেটের ওসমানীনগরে ২৪ ঘন্টার মধ্যেই মাখন হত্যার রহস্য উদঘাটন করেছে ওসামনীনগর থানা পুলিশ।
সিলেট জেলা পুলিশের অভিভাবক মান্যবর পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান এর নির্দেশনায় আশরাফুজ্জামান, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, ওসমানীনগর সার্কেল, সিলেট এর প্রত্যক্ষ তদারকিতে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ মোনায়েম মিয়ার নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শফিকুল ইসলাম, এসআই(নিঃ) মোঃ শামছুল হক খান, এসআই (নিরস্ত্র) বিষ্ণুপদ রায়, এসআই (নিরস্ত্র) আশীষ চন্দ্র তালুকদার, পিএসআই নিকলেশ চন্দ্র দাস, এএসআই (নিঃ) দ্বীন ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া
নৃশংসতার স্বীকার মাখন মিয়া হত্যা কান্ডের ঘটনায় জড়িত আলমগীর আলী (৩০)কে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে অতিদ্রুততার সহিত রহস্য উদঘাটন, আলামত উদ্ধার করতে সক্ষম হয়েছে।
এর আগে ব্যুরো জমি থেকে মাখন মিয়ার লাশ উদ্ধার করে আলামত সংগ্রহ করে পোষ্টমর্টেমের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে এবং পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। মামলা নং-১৩, তারিখ-২৩/০৩/২০২৫খ্রি., ধারা: ৩০২/২০১/৩৪ পেনাল পেনাল কোড।
গ্রেফতারকৃত আলমগীর আলী (৩০) সিলেটের ওসমানীনগর উপজেলার ৬নং তাজপুর ইউনিয়নের
আইলাকান্দি গ্রামের আলা মিয়া @ আলাইর পুত্র।
২৩/০৩/২০২৫ খ্রিঃ রবিবার আইলাকান্দি এলাকা হইতে তাকে গ্রেফতার করা হয় এবং হত্যা কাজে ব্যবহৃত আলামত ০১টি হাতুড়ি উদ্ধার করা হয়। আসামী আলমগীর আলীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে এবং আসামী আলমগীর আলী ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করিয়াছেন।