বিশেষ প্রতিনিধি _মাহমুদুল হাসান ( আঃ কাদির )
শেষ বার্তায় লেখেন, ‘ছেলে যেন বাবার মতো না হয়। মৃত্যুর আগে মা ও ভাইকে হোয়াটসঅ্যাপ করেছিলেন অনভিতা। তাতে লিখেছিলেন, ‘‘আর সহ্য হচ্ছে না। স্বামী প্রতিটা কাজে খুঁত…
স্বামীর অত্যাচারে আত্মঘাতী শিক্ষিকা। রবিবার বসুন্ধরার বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। ২৯ বছর বয়সী অনভিতা শর্মা কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। ঘটনার পর মৃতের স্বামী গৌরব কৌশিক এবং শ্বশুর সুরেন্দ্র শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ। শাশুড়ি মঞ্জু পলাতক।
মৃত্যুর আগে মা ও ভাইকে হোয়াটসঅ্যাপ করেছিলেন অনভিতা। তাতে লিখেছিলেন, ‘‘আর সহ্য হচ্ছে না। স্বামী প্রতিটা কাজে খুঁত ধরে। আমার শ্বশুরবাড়ি এমন একটা পরিবার, যারা শুধু নিতেই জানে।“ স্বামী গৌরব কৌশিকের উদ্দেশ্যেও এক লাইন লিখে যান তিনি, “রান্না করে রেখেছি, গৌরব কৌশিক, দয়া করে খেয়ে নিও।“