তুষার আহমেদ বিশেষ প্রতিনিধি
অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তার একটি বিশেষ বৈঠক নিয়ে প্রতিক্রিয়া তৈরি হয়েছে বাহিনীর মধ্যে। অনুমতি ছাড়া এ বৈঠকে অংশ নেওয়ার কারণে কয়েকজন কর্মকর্তার কাছে এরই মধ্যে ব্যাখ্যাও চেয়েছে পুলিশ সদর দপ্তর।
জানা গেছে, রাজধানীর পুলিশ অফিসার্স ম্যাচে গত শুক্রবার এক ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিশেষ বৈঠকে বসেন পুলিশ কর্মকর্তারা। তাঁদের মধ্যে ছিলেন একজন কমিশনার, রেঞ্জ ডিআইজি ও একাধিক পুলিশ সুপার। বৈঠকে অংশ নেওয়া কর্মকর্তাদের অনেকেই বিএনপি সমমনা হিসেবে বাহিনীতে পরিচিত। ওই বৈঠকে তাঁরা বাহিনীর ভেতরে বিভিন্ন গ্রুপিং নিয়ে আলোচনা করেছেন। বর্তমান পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।
জানতে চাইলে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম গতকাল রোববার বলেন, ‘পুলিশ একটি ডিসিপ্লিন ফোর্স (শৃঙ্খলা বাহিনী)। সদর দপ্তরকে না জানিয়ে কর্মকর্তারা স্টেশন ত্যাগ করতে পারেন না। এর ব্যাখ্যাই তাঁদের কাছে চাওয়া হয়েছে।’
বৈঠকে আলোচনার বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, ‘অনেক কিছু শুনলাম, কিন্তু আমি আসলে এতটা নিচে নেমে কথা বলতে চাই না। অফিশিয়াল ব্যাখ্যাটা পেলেই হবে।’