সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: মোঃজাকিরুল চৌধুরী
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলা আদমজী ইপিজেড এর সামনে মেইন রাস্তায় পারাপারে জন্য নিরাপত্তা বাহিনী একত্রে কাজ করে যাচ্ছে। এই মাহে রমজান উপলক্ষে ইপিজেড এ সকল ফ্যাক্টরী সকাল ৬.৩০ মিনিট থেকে শুরু করে রাত ৯.০০ পর্যন্ত খোলা থাকে। তা ছাড়া ২৪ ঘন্টায় মানুষ আসা যাওয়া করে কম বেশি।
এরেই ধারা বাহিকতার মধ্যে দিয়ে সকাল ৭.০০ থেকে নিরাপত্তা বাহিনী যৌথ ভাবে কাজ করেন প্রতিদিন। RAB-11, পুলিশ এবং আনসার সহ। ইপিজেড এর সিকিউরিটি গার্ড সহ ২৪ ঘন্টায় পাহারায় দেয়। এই ইপিজেড প্রায় ছোট বড় মিলিয়ে অনেকগুলো ফ্যাক্টরি আছে।
এই ইপিজেড এ প্রায় গার্মেন্টস শ্রমিক হবে কয়েক হাজারও উপরে। বর্তমানে সকল ফ্যাক্টরিএকত্রে ছুটি হওয়ার পর একটি জেম লেগে যায়।
এই ইপিজেড এর মেই গেটের সামনে বিশেষ করে অতি তাড়াতাড়ি একটি ওভার ব্রিজের প্রয়োজন। কারণ ওভার ব্রিজ থাকলে শ্রমিকরা সেই ওভার ব্রিজ কিংবা মেইন রাস্তা দিয়ে পারাপার হতে পারবে।
এতে করে দেখা যায় যে প্রতিনিয়ত এক্সিডেন্টে মানুষ মারা যাচ্ছে। সেটি রোধ করতে সক্ষম হবে বলে সকলে মনে করেন।
সেখানে স্থানীয়রা আরও জানিয়েছেন,
যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তার উপর দিয়ে একটি ওভার প্রয়োজন আছে। তা না হলে মানুষের মৃত্যু ঘটতেই থাকবে।