শরিফুল ইসলাম টাঙ্গাইল প্রতিনিধ :
পবিত্র মাহে রমজান উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী পৌর বিএনপির উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন। ২৪ মার্চ (সোমবার) সন্ধ্যায় কালিহাতী কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো। স্থানীয় নেতৃবৃন্দ। তারা দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনের কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আমাদের আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা দেয়। তারা জনগণের পাশে থেকে দলীয় আদর্শ বাস্তবায়নের আহ্বান জানান।
অনুষ্ঠানের আয়োজন ও পরিচালনায় ছিলেন কালিহাতী পৌর বিএনপির নেতৃবৃন্দ। ইফতার শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকলের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।