ময়মনসিংহ প্রতিনিধি:হুমায়ুন কবির
১. খুব অল্প সময়ের ব্যবধানে দুটো হার্ট অ্যাটাক হয়েছে। একটা ম্যাসিভ।
২. লাইফ সাপোর্টে আছেন। চেষ্টা করা হচ্ছে এনজিওগ্রাম করে দ্রুত ব্লক/ব্লাড কোট অপসারণ করার। এটা খুব খুব অনিশ্চিত একটা প্রোসেস। বড় হাসপাতাল হলে বেটার হতো।
৩. হেলিকপ্টার প্রায় শুরু থেকে রেডি রাখা হয়েছে। কিন্তু তামিমের শরীর ফ্লাই করার অবস্থায় নেই।
৪. তামিমের পরিবারের সদস্যরা দেশের সেরা চিকিৎসকরা প্রক্রিয়ার সাথে ইনভলব আছেন।
আল্লাহ সহায় হন।তামিম নিজের পয়সায় যত জনের চিকিৎসা করিয়েছেন,তাদের উছিলায় হলেও তামিম ফিরে আসুক এই প্রত্যাশা দেশের মানুষের।