মোঃ গোলাম মোস্তফা।
বগুড়ার ধুনটে পেশাজীবী সংগঠন, বাংলাদেশ জামায়াতে ইসলাম ধুনট শাখার আয়োজনে উপজেলা সাংবাদিকদের সন্মানে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) দুপুর ২ টার দিকে ধুনট আদর্শ হাইস্কুল মাঠে উপজেলা জামায়াত ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা আমিনুল ইসলামের সভাপতিত্বে উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক মাওলানা আব্দুল কারিমের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা কর্মপরিষদ সদস্য রেজাউল করিম বাচ্চু।
এসময় আরো উপস্থিত ছিলেন, বগুড়া জেলা অর্থ সম্পাদক আব্দুল্লাহেল বাকী, উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ফিরোজ আহম্মেদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আঃ ওহাব, উপজেলা বায়তুলমাল সম্পাদক তরিকুল ইসলাম, পৌর আমীর তরিকুল ইসলাম, সভাপতি পেশাজীবি সংগঠন খলিলুর রহমান, ধুনট প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক রফিকুল আলম,সাধারণ সম্পাদক সাংবাদিক আমিনুল ইসলাম শ্রাবণ,সাংবাদিক মাসুদ রানা, ধুনট উপজেলা প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন টিক্কা,সাধারণ সম্পাদক এম এ রাসেদ, ধুনট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,উপজেলা পুরাতন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান প্রমুখ।