সজিব শিকদার জেলা প্রতিনিধি (বাগেরহাট)
ফকিরহাটের সাবেক আওয়ামী ভাইস চেয়ারম্যান সুজা গ্রেফতার রবিবার (২৩ মার্চ) সন্ধ্যায় সাতশেয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, এ নিয়ে ফকিরহাটে গত ৮ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট এবং বিশেষ অভিযানে ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে অধিকাংশই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।ফকিরহাট উপজেলার মোট ৮টি ইউনিয়নে এ অভিযান চলছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, ‘বিশেষ অভিযানে ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজাকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার সকালে তাকে বাগেরহাট বিজ্ঞ আদালতে হস্তান্তর করার কথা রয়েছে। এ নিয়ে এখনও পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট এবং বিশেষ অভিযানে ফকিরহাট উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে।