ঢাকা জেলা প্রতিনিধি:
রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তান। বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি বাজার গুলিস্তান। বিভিন্ন জেলা থেকে এখানে খরিদ্দার আসে মালামাল পাইকারি সংগ্রহ করতে।
এখন স্থানীয় জনগণ ও পথচারীরা হয়রানি শিকার হচ্ছে এই গুলিস্তান এলাকায়। ফুটপাত দিয়ে হাজার হাজার দোকান, লোকজনের ভিড়।আর এই ভিড়ের মাঝে কিছু চক্র সুযোগ নিচ্ছে পকেট মেরে।
জনগণের সমোলচনায় তৈরি হচ্ছে এক অদ্ভুত গুলিস্তান। দোকানদার ফুটপাত দখল করে নেয় দোকান দিয়ে, জনগণের চলাচল করার রাস্তা পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে।
আর এখন অভিযোগ পেয়ে, আমরা অনুসন্ধানে গিয়েছি গুলিস্তান।গিয়ে দেখলাম ফুটপাত দখল করে নেয় দোকানদার। তাতে হয় না। এখন মেইনরোড দখল করলো হাজার হাজার দোকান। এতে নাই কোনো আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি।
স্থানীয় দোকানদার থেকে জানা যায় এই সব দোকানের পিছনে রয়েছে বড় একটা চক্র। যারা প্রতিদিন কালেকশানে রয়েছে লক্ষ লক্ষ টাকা।
জনগণের দাবি মেইনরোডে চলাচলের বাধা হচ্ছে শতো শতো গাড়ি।যানজোট হচ্ছে পুরো জিরো পয়েন্ট থেকে নবাবপুর মেইনরোড। চলাচলের নানা ভোগান্তির শিকার জনগণ।