1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :

লামায় মুক্তিযোদ্ধা সন্তানের মরদেহ উদ্ধার

মোঃ মেহেরাজ উদ্দিন মিন্টু ,
  • প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

মোঃ মেহেরাজ উদ্দিন মিন্টু ,

লামাঃ বান্দরবানের লামা উপজেলায় আমজাদ হোসেন (২৮) নামে এক মুক্তিযোদ্ধার সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯টায় লামা উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম লাইনঝিরি এলাকা নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

তিনি পশ্চিম লাইনঝিরি এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা রজ্জব আলীর ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে আমজাদ হোসেনকে নিজ ঘরে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। আত্মহত্যার কারণ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন জানান, সকাল সাড়ে ৯টায় নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। তার ভাই আরজ আলী বাদী হয়ে মামলা করবেন। আমরা ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট