লেখক:নজির নোবেল
কবি হতে ইচ্ছা করে কিন্তু কেমন কবি বলতে পার?
যে কবি গাছে-ফুলে ভালোবাসা খোজেঁ
যে কবি আকাশের দিগন্তহীন মেঘে সংগ্রাম খোজেঁ
যিনি সমীরে সমীরে মুক্তি প্রার্থনা করে
এমন কবি হতে ইচ্ছা করে
যার দৃষ্টিজুড়ে প্রাণের সজীবতা অলক্ষে অপার ধ্যান-ধারনা
যে প্রকৃতিতে খোজেঁ কাব্য এবং সাধনা
যার চিন্তা জুড়ে শুধু ক্লেশহীন সাধনার কামনা
এমন কবি যার থাকবে না কোনো যশ
যিনি হবেন মাটির মানুষ
২.
কবিতার নাম:হে মোর প্রভু
লেখক:নজির নোবেল
মোর প্রভু হে মোর প্রভু,
তোমার নিয়ম অমান্য করবো না কভু।
তুমি আমার রব, তুমি আমার সব।
তুমি আমার রিজিকদাতা
তুমি আমার মৃত্যুদাতা
যুগে যুগে তুমি পাঠিয়েছো কত নবীও রাসুল
দুর করার জন্য মানবজাতির সমস্ত ভুল
পরিশেষে প্রার্থনা এই,আমাদের দান করো সাহস ও জ্ঞান,
যেন প্রচার করতে পারি তোমার বিধান।