বিশেষ প্রতিনিধি:হুমায়ুন কবির
তারাবি পড়াতে যাওয়ার সময় দুর্ঘঠনায় ইন্তেকাল করেন হাফেজ মাওলানা সালেহ আহমাদ।আজ উনার একটি ফুটফুটে পূত্র সন্তান জন্ম হয়েছে।
জন্মের আগেই সে তার বাবাকে হারিয়েছে।
এতিম হয়েছে। রাসূলও সা: ও জন্মের পূর্বে তাঁর পিতাকে হারিয়েছিলেন।
হে আল্লাহ! আপনি এই শিশুটিকে রাসূলের প্রকৃত অনুসারী হিসেবে কবুল করুন।