হুমায়ুন কবির, উপজেলা প্রতিনিধি।
তিন মাস বেতন নেই, ঈদের দিনটা কেমন হবে? গার্মেন্টস শ্রমিকদের ঘরে নেই হাসি, নেই শপিংয়ের আনন্দ।বাচ্চার মুখ চেয়ে, পরিবারের দায় মাথায় নিয়ে তারা গেল শ্রম মন্ত্রণালয়ের সামনে শুধুই ন্যায্য পাওনার দাবিতে।
কিন্তু উত্তরে কী পেলো তারা লাঠিচার্জ!শুধু বেতন চাইতে গিয়েই পেতে হলো পুলিশের পেটানি।কিন্তু প্রশ্ন উঠছে যখন কেউ ছোটখাটো বিষয়েও রাস্তা বন্ধ করে আন্দোলন করত,তখন আমাদের তথাকথিত বুদ্ধিজীবীরা টকশোতে বসে চোখে পানি নিয়ে দেশপ্রেম বুঝাতো।
আজ তারা নীরব কেন? আজ মুখে কেন শক্ত করে কষ্টেপ লাগানো।এই নিয়ে কষ্ট,যন্ত্রণা ও পরিবারের মুখে হাসি না ফুঠিয়ে তুললে পেরে তারা আজ এই পথে।এই সব মন্তব্য করেছেন ওই গার্মেন্টস শ্রমিকরা।