মোঃ জান্নাতুল নাঈম বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ
বগুড়া জেলার শিবগঞ্জ সরকারি মোজাফ্ফর হোসেন মহাবিদ্যালয়ের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। সকালে জাতীয় পতাকা অর্ধ-নির্মিতকরণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম। বেলা ১১.০০ টায় মহাবিদ্যালয় হল রুমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সম্মুখসারির বীর মুক্তিযোদ্ধার অংশগ্রহণে ২৫ মার্চ গনহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ২৫ মার্চ গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ৬নং সেক্টরের বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ জিল্লুর রহমান। ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক মোঃ জামিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, প্রাক্তন সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, প্রভাষক শাহরাজ পারভীন, মইনুল ইসলাম, আনিছার রহমান, শাহিনুর রহমান, আহসান হাবীব, ওয়াজেদ আলী, সোহেল রানা, এমদাদুল হক। পরে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।