স্টাফ রিপোর্টার আদিলুর রহমান
লোকটির নাম হলো : আজিম উদ্দিন বাড়ি :গফরগাঁও ইমাম বাড়ি লাইটটা বাড়ি উনি গফরগাঁও থেকে আওয়ামীলগ সরকার থাকালীন কিছু যুবকের কাছ থেকে ৩৫ লাখ টাকা নিছে সেনাবাহিনীর চাকরি দিবে বলে কিন্তু চাকরি দিতে পারে নাই, তারপর যুবকরা টাকা চাওয়াতে উনি যুবকদের কে অনেক ভয়-ভীতি দেখাই।
ঠেড দেই কিন্তু টাকা দেই না। ওই টাকা দিয়ে উনি মাওনা জমি কিনেছে,, উনি যুবকদের ভয় দেখাইতো বলত উনি আমি আওয়ামী লীগের অনেক বড় নেতা। অনেক অনেক বড় নেতা উনার কথায় চলে সানিল সজিব কাওসার চলাফেরা করে এখন,,, এখন আওয়ামী লীগ যখন পালিয়ে যায় তখন থেকে সেও গফরগাঁও থেকে পালিয়ে দওেরবাজার আশ্রয় নিয়েছে। ওর গফরগাঁও বাড়িতে অভিযুক্ত সবাই তাদের বাড়িতে যায়। সে পলাতক থাকাই তাকে পাওয়া যায়নি । তার নামে গফরগাওঁ থানায় অভিযোগ দেওয়া হয়েছে। প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি তাকে গ্রেফতার করে অবিলম্বে শাস্তির দাবি দেওয়া হোক৷ যাদের কাছ থেকে টাকা নিয়েছে তাদের নাম পরিচয় ।১/নাম: জুনায়েদ, বাবা নাম : রইস উদ্দিন : গ্রাম ১১ নং দওেরবাজার বিরই ২/ নাম : রাফি আহমেদ বাবা নাম: নরু আহমেদ গ্রাম তিন নং ওয়াড চরআলগী ৩/ নাম : রনি বাবা নাম: আবেদ আলী গ্রাম ৩ নং ওয়ার্ড চরআলগী