ওসমান গনি দীঘিনালা প্রতিনিধি
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দীঘিনালা সেনাবাহিনীর পক্ষ থেকে গরিব ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
(২৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলার ১নংকবাখালী ইউনিয়নের কবাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ঈদ সামগ্রী বিতরণ করেন ০৪ ইস্ট বেঙ্গল দি বেবী টাইগার্স দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেঃ কর্নেল ওমর ফারুক, পিএসসি।
এ সময় দীঘিনালা সেনাবাহিনীর পক্ষ থেকে ঈদ সামগ্রী হিসেবে সেমাই, চিনি, দুধ, নুডুলস, চাল, ডাল তেলসহ আরো কয়েক প্রকারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন মানবিক কাজে সব সময় এগিয়ে থাকে। অসহায়, গরীব ও দুস্থ মানুষের পাশে থাকায় সেনাবাহিনীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’
পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি ২০৩ পদাতিক রিজিয়নের অধীনে দীঘিনালা সেনা জোন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।
ঈদ উপহার বিতরণ শেষে জোন অধিনায়ক লেঃ কর্নেল ওমর ফারুক পিএসসি বলেন, ‘দীঘিনালা সেনা জোনের পক্ষ থেকে উপজেলার দেড় শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও পুরো রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ ও এতিমখানার অন্তত ০৫ শতাধিক শিশুদের সাথে নিয়ে ইফতার ও দোয়া আয়োজন করা হয়েছে।’
এ সময় অন্যদের মধ্যে দীঘিনালা সেনাজোনের উপ- অধিনায়ক মেজর মেহেদী হাসান, পিএসসি, দীঘিনালা সেনা জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আহনাফ হোসেন, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান, উপস্থিত ছিলেন।