মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
খুলনা বটিয়াঘাটায় মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসআই কৌশিক কুমার সাহার নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। আজ ২৭ মার্চ পুলিশ সুপারের কার্যালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ভিকটিম মো: আল মামুন শেখের সাথে গত ৩১ জানুয়ারি ফেসবুকের মাধ্যমে গ্রেফতারকৃত আফরোজার পরিচয় হয়। একপর্যায়ে পহেলা ফেব্রুয়ারি নগরীর লবনচোরা থানার সাচিবুনিয়া মোড়ে দেখা হয়। এসময় আফরোজা মামুনকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার অনুরোধ করলে মামুন মোটরসাইকেলে আপরোজাকে নিয়ে রওনা হয়। তারা বটিয়াঘাটার মল্লিকের মোড় এলাকায় পৌছালে গ্রেফতারকৃত মিল্টন মন্ডল সহ ৪ জন তাদের রাস্তা অবরোধ করে এবং মামুনকে মারপিট করে বিলের মধ্যে বেঁধে রেখে তার মোটরসাইকেল, মোবাইল, ড্রাইভিং লাইসেন্স ও ভোটার আইডি কার্ড সহ নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় বটিয়াঘাটা থানায় একটি মামলা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত মিল্টন মন্ডল ও আফরোজা আদালতে সীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।