সজিব শিকদার জেলা প্রতিনিধি (বাগেরহাট)
বাগেরহাট সদর উপজেলার মির্জাপুর আদর্শ গ্রামের জামে মসজিদের সাধারণ তহবিলের টাকা আত্মসাৎ করার জন্য স্থানীয় সন্ত্রাসী হাফিজুরের নেতৃত্বে একদল সন্ত্রাসী বেশ কিছুদিন তৎপরতা চালাচ্ছে। সন্ত্রাসীদের অপতৎপরতায় মসজিদের ইমাম মাওলানা আবু বক্কর বাধা দেওয়ায় ২৬ মার্চ সন্ধ্যায় সন্ত্রাসী হাফিজুল রফিক ও আরো ১০-১২ জন সন্ত্রাসীকে সঙ্গে নিয়ে উক্ত ইমামকে মসজিদ এলাকায় মারপিট ও লাঞ্ছিত করে। তাৎক্ষণিকভাবে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ইমামকে মারপিটের প্রতিবাদে এলাকাবাসী রাস্তায় বের হয়ে আসলে সন্ত্রাসী বাহিনী তাদের উপর অতর্কিত ভাবে সশস্ত্র হামলা চালিয়ে ০৬ জনকে মারাত্মক আহত করে। আহতরা হলো আমিনুর (২৮) জহিরুল (২৮) রুবেল (৩১) তানজিল (৩৪) আবু তালেব (১৮), বাবু (৩৮) এবং সালমান (১৮)।
এদের মধ্যে রুবেল ও তানজিমের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছ।