হুমায়ুন কবির প্রতিনিধি।
ময়মনসিংহের দিঘার কান্দিতে এই প্রথম একটি হসপিটালের কাজ করছেন মুফতী মাহবুবুল্লাহ কাসেমী হাফি হুজুর। মাহবুবুল্লাহ সাহেবের তত্ত্বাবধানে এই হসপিটালের কাজ এখন পর্যন্ত চলমান।মাহবুবুল্লাহ কাসেমী বলেন এই হসপিটালের সকল কাজ ও চিকিৎসা শরীয়া-মুতাবেক করা হবে।
তিনি আরও বলেন এখানে কোন ধরনের সিজারের কাজ বা চিকিৎসা করা হবে না। এখানে শুধু নরমাল বাচ্চা ডেলিভারি করা হবে। তিনি বলেন সমাজের অসহায়,দুখী,গরীব মেহনতি মানুষের পাশে থেকে তাদের চিকিৎসা দেব ইনশাআল্লাহ। তিনি বলেন এই হসপিটালের নাম রাখা হল:-আল-মুগীছ।