বীর মুক্তিযোদ্ধা মো:আজহার হোসেন
মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে ফসলি জমির মাটি কেটে বিক্রির অভিযোগে ইসরাফিল হোসেন নামের এক ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার (২৭ মার্চ) সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মেজবাহ উল সাবেরিন এই জরিমানা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মধ্য কৃষ্ণপুর গ্রামের কাপালি পাড়ার চকে গত দুই মাস ধরে রাতের আঁধারে ভেকু দিয়ে তিন ফসলি জমির মাটি কেটে বিক্রি করছিল ইসরাফিল ও তাঁর সহযোগীরা। এতে এলাকার রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয় এবং ধুলায় দূষণ সৃষ্টি হয়। রোজার মাসে এমন কর্মকাণ্ডে স্থানীয়রা ক্ষুব্ধ হন।
এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে প্রশাসন নড়েচড়ে বসে। গত ২৬শে মার্চ রাতে পুলিশ অভিযান চালিয়ে মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকুর চালককে আটক করে। তবে ইসরাফিল ও তাঁর সহযোগীরা পালিয়ে যায়।
পরদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইসরাফিলকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এমন কাজ না করার শর্তে ছেড়ে দেওয়া হয়। আবারও এমন কর্মকাণ্ডে জড়ালে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন ইউএনও।
প্রশাসনের এই পদক্ষেপে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, মাটি কাটার কারণে তাদের অনেক ক্ষতি হচ্ছিল। প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ায় তারা স্বস্তি বোধ করছেন।
ইউএনও শেখ মেজবাহ উল সাবেরিন বলেন, “ফসলি জমির মাটি কাটা বেআইনি। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”